মানব শিশু যখনই আসে ভবে
মানবের জম্ম যেহেতু
মনুষ্যত্ব ছুরুত রবে ।
তবু তাকে যায়না ভাবা মানুষ
ধর্মের বিধান করিয়া প্রয়োগ
করিতে হয় তাকে হুস ।


এ বিধান শেখায় মানুষ আর প্রকৃতি
প্রকৃতির সাধন করিয়া আরাধন,
রচনা করে আপন কৃতি ।
আবেগের আপ্লুত কথন করিয়া শ্রবণ
বিবেক রাখিলে দুরে,
ভ্রান্ত বিধান মস্থিস্কে হয় ধারণ ।


স্বর্গসুখ নরক গ্লানী যতক্ষণ জীবন
ঘটিলে যবনিকা বুত বুত ক্রিয়া
এরপর কি ? দেখেছে কে কখন ?
এ সুন্দর দেহখানী মাটি ঋনের খনি
মিশে গিয়ে মাটিতে পরিশোধ,
কেমনে দেখিবে স্বর্গ, নেইতো নয়নমনি ।