সকালে সোনালী রবি ,বাতায়নে দেয় তীর্যক আলো,
নীদ ভাঙ্গে উষ্ণতা হারায় তবু লাগে ভালো,
আলসেমী করে ভর,শয্যা ত্যাগে অনীহা মন
বলদে যখন দুয়ার টেলে থাকা যায় কি তখন !


শীতের কাঁথা ছেড়ে তড়িগড়ি করে
ছুটে যাই দ্রুত মল ত্যাগের ঘরে,
আহারে প্রশান্তি কতই লাগে সুখ
স্বস্তি আসে মনে দুর হয় সব দুঃখ