ওরে পেঠুয়া মোড়ল,
আর কতদিন গায়ের জোরে
বাংলার মসনদ রাখিবি দখল !


গোলামীর জিঞ্জির দাসত্ব প্রথায়
মানব স্বাধীনতা হরণ করে,
নিত্য করিতেছিস ছল ।


আজ ৭ই মার্চ ১৯৭১ সাল
আসিতেছে টুঙ্গিপাড়ার বাংলা কবি
শুনাতে মুক্তির বাণী অনর্গল ।


দেখবি আজ রেসকোর্স ময়দান
মুক্তির মন্ত্র শুনাইতে,
আবালবৃদ্ধবনিতা জনতার ঢল ।
(দুর থেকে ভাষনের শব্দ)
(ভাইয়েরা আমার ,দুঃখ বা অশান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি)  


ঐতো এলো সুগন্ধ ছড়ালো
ভরাট গলায় মুক্তির কবজ,
দেরী কেন আর, চল সবায় চল ।


অগ্নিঝরা ভাষনের কথায়
বাঙ্গালীর মুক্তি সেথায়,
কোথায় পালাবি এবার পেঠুয়ার দল ।