প্রবঞ্চকের অবিশ্বাস্য সঙ্গমে
আমার দুঃস্বপ্নের স্বপ্নজাল,
জট বাঁধা মেঘগুলো টুকরো টুকরো হয়ে,
আজ সত্যিকারের আলো প্রস্পুটিত হলো ।


বৈষম্য দোলনে উম্মেষ ঘটিয়ে
আত্মপ্রকাশ করিলে আপন রূপ,
আমার মনের মৃত্তিকা ভেদ করে
অবাক বিষ্ময়ে তা অনুভব করলাম।


মনের মাঝে জমাট হওয়া
খড়কুটো শষ্যদানার মতো,
স্বপ্ন মাখা স্তূপ গুলো
তোমার বিবেকের বিষ্ফোরনের হাওয়ায় উড়ে গেল।


আজ আমি ক্লান্ত বড্ড ক্লান্ত
ভালবাসার তরীতে দোলনার সমাধি,
নিস্পল নির্ভর ভালবাসা অস্তিত্ব সংকটে
অবিরাম কষ্টের দহনে প্রেমের সমাধি।


তবু সুখে থেকো খুব সুখে
অন্যের নন্দিনী হয়ে,
আমি হেরে গেলাম,সত্যিই হেরে গেলাম,
নিরঙ্কুশ ভালবাসার কাছে ।