সমাজ আজ বিবেক যুদ্ধাহত,
হিংসা পরনিন্দা পরস্বার্থ আত্মসাতে
মরিয়া প্রতিটি আমীত্ব ।
ভাবনার প্রতিঘাত একাল আর সেকাল,
এ জন সে জন ।
প্রতিবিম্ব আজ প্রতিধ্বনি ।
সৎ মানুষের সততার সৎ ব্যবহারে আনিত সভ্যতা
আধুনিকতায় আজ বিলীন ।


অদ্ভুত এক জাদুকরী সভ্যতায়
প্রতিনিয়তই আমাদের শয্যা বিলাস,
এখানে মমত্ব ও মমত্বায়নের জমি অনাবাদি ।
যা আবাদ হচ্ছে তারই ফসল আমরা,
একবিংশ শতাব্দি আবার মধ্যযুগে,
ফুলহীন বৃক্ষ নার্গিজের তান্ডবে
পুস্প অংকুরেই বিনষ্ট ।


সে মহামানব জানিনা কোথায় নির্বাসিত
তিনি কি পুণঃ আসবেন ?
আবার কি করবে,
মমত্বায়নের পুণঃ আবাদ !
হবে কিনা অজানা ,তবু আশা রাখি,
নব প্রজন্মের জন্য ,
আপন স্বার্থ বিবর্জনে মানবতার উদয় হউক ।