আজ দুজনার দুটি পথ
হতাশায় আছে প্রহরা
অভিমানে বিমূর্থ অস্থীর মন
দুজন আজ অধর অধরা।


কত সুখে লাস্য বদনে
ছিল অভিন্ন বিভাস,
একাকিত্ব এখন চিত্তহীন মন
একান্ত নিরালা নিবাস ।


করো জোড়ে মিনতি ছিল
দ্বৈরথ মৈথুনে আনয়নে,
অভিমান ভরা দম্ভ চাহনী
কর্কশ শব্দ চয়নে।


স্বল্প ভুল ছিল দুজনের
চেয়েছিলেম নিতে শুধরাইয়া,
সুখের শয্যায় ময়লা জল
আপন দম্ভ দেখাইয়া ।