আমি একজন ব্যর্থ মানুষ
ব্যর্থতার দায়ভার কাঁধে,
স্রষ্টা কেন বাঁচিয়ে রেখেছে
স্রষ্টার কোন স্বাদে?


জীবন তাগিদে নিত্য সংগ্রাম
সংসার প্রজম্মের জন্য,
বউ নামের ছুদ মারানী
ভালোবেসে করেনি ধন্য।


স্বর্গ নরক আর পরকাল
যদি থাকে বিচারালয়,
স্বামীকে অবজ্ঞা করা রমনীদ্বয়
কঠিন বিচার যেন হয়।


বার্ধক্যের ক্রান্তি লগনে
অবহেলা যেন পায়,
এদের করুণ পরিনতি দেখে
অন্য রমনী যেন সুপথে যায়।


ধিক্কার এসব রমনী কুল
ধিক্কার তাদের গর্ভধারিনী,
ধ্বংশ হউক এমন নারী
শয্যায় হয়নি যে বিলাসিনী।


ধর্ম কর্ম পড়ে তাহাজ্জুদ
যতই সিজদায় নতো,
ওরে বেশ্যাজননা তুমি জাননা
স্বামীর পদতলে বেহস্তরত।


আখেরাতে স্বর্গ নহে সোজা
দুনিয়ার স্বর্গ করে হেলা,
কানকি জননা লুটিয়ে চরণে
কাঁদরে এখনই থাকিতে বেলা।