আমি তো শুধু তোমার অসত্য বচনের
প্রতিউত্তর করেছিলাম,
সেই প্রতিউত্তর দিয়ে বারংবার
মনের তালা খুলার অপচেষ্টা করিলে ।


কখনও যন্ত্রণার অনলে দাহ্য হয়ে
কখনও অস্থিরতার বোমা মেরে,
আবার কখনও অসত্য অপবাদ দিয়ে
কখনও প্রেম শুণ্য মহামারী তান্ডব হয়ে।


আমি সুদ মুক্ত নিরঙ্কুশ ভালবাসা দিয়েছিলাম
প্রতিদানে আঘাত করে রক্তাক্ত করলে,
আমি সত্যিই ভালবেসেছিলাম,
যেখানে খাদ নেই,ছিলনা কোন করুণা।


আমার অঙ্গজ বাঁধনে জঙ্গম শরীরে
তোমার দেয়া কষ্ট ক্রন্দনে,
আইলেনের নিথর দেহের মতো
পান্থ পাদপে তপ্ত মরুর মাঝে পড়ে আছি।


বেশ সুখে আছি,অনেক অনেক সুখে
তুমিও সুখে থাকো,
তোমার নব সৃষ্ট নব পৃথিবী নিয়ে ।