কেউ কি আছো! সাহায্য করো,
ধরে দুটি হাত,
পথিক এসে কহিল চাচা
এখানে কেন তুমি কাত ?


ভিক্ষে চেয়েছি বলে
ধাক্কা দিয়েছে মোরে,
মাটিতে তাই গড়াগড়ি
চোট লেগেছে জটরে ।


তোমারও তো ছিল হাত
করোনী কেন প্রতিঘাত
বয়সের ভারে দেহ নুয়ে পড়ে
কেমনে করি আঘাত ।


তাছাড়া তিনি ধনীর দুলাল
আমি গরীব অসহায়,
তার শরীরে আঘাত করা
এ গরীবের কি শোভা পায় ?