আজ বড্ড কবিতা লিখতে ইচ্ছে করছে,
কিভাবে যে শুরু করবো বুঝতে পারছি না ।
সকালে বের হলাম ,চন্দ্রঘোনা লিচু বাগান যাব বলে,
অঝোর বৃষ্টি থামিয়ে দিল,তোমার আঙ্গিনার সন্নিকটে,
সরু রাস্তায় ।
ভিজে একেবারে চুপষে হাতের আঙ্গুল গুলো কম্পন করছে,
এ সময় বেলা বিস্কিট আর চা শরীরটাকে সতেজ রাখতে পারতো,
মন চাইলে কি আর সব হয় !
সুখের অভাব আপাদমস্তক মিশে একাকার ।নিত্য কষ্টের মোকাবেলা,
তবু জীবন ডিঙ্গি উজান বেয়ে চলছি নিরবধি ।


দ্বিধা আর দ্বন্দে মোড়ানো রূপ কথাগুলি
ছন্দের পতন হয়ে,গদ্য হয়ে গেছে ।
বৃষ্টি কমলো ,তোমার জানালা খোলার শব্দ কানে এলো,
আর বদ্ধ বাতাসের মিছিল তোমার পরশ দিয়ে গেল ।
উত্তাপ মিষ্টি অবহেলা আর হটকারিতা মিলে একটা
ঝাঝালো ঘ্রাণ উপভোগ করলাম ।
তবু মন্দ নয়,যেহেতু তোমায় ভালোবাসি ।
খুব মনে পড়ছে উষ্ণতা ভরা শব্দগুলো ।আর থোকা থোকা
মায়াভরা বিগত সময় ।


আহারে-- সকাল ঘনিয়ে বিকাল,কখন যাই চন্দ্রঘোনা
লিচু বাগানে লিচু আনতে,
এতক্ষন ভাবনার মহাসাগরে ছিলাম,ভাবছিলাম মনের
আলমিরায় থাকা তোমার প্রতিচ্ছবির ফাইলগুলোর কথা ।
একেকটা ফাইল মনের ইউটিউবে প্রদর্শন হলে,আমি আমীত্বহীন
হয়ে যাই ।অতল নিষেধে ডুবি আর ভাসি ।
মনে রেখো যতটুকু পেয়েছিলে কাছে,তার চেয়ে বেশী দুরে
চলে যেতে পারি,আমি বড্ড একা হয়ে গেছি ,বড্ড একা ।