আয় ছেলেরা আয় ছুটে আয়
বৈশাখ মেলায় যাই,
মনানন্দে পিঠার গন্ধে
মনটা রাখা দায় ।


পাক্কান তিতাই ভাপা আর
পান পিঠার মেলা,
সব শেষ হয়ে যাবে
চলে গেলে বেলা ।


তালপাতার বাঁশি আর
রক্তে রাঙ্গা মিঠাই,
তোকমার শরবত খাই আর
রঙিন ঘুড়ি উড়াই ।


আইসক্রিম মুখে আর
হাতে ঘুড়ির নাটাই,
হেসে খেলে চলো সবাই
কোরাশ গান গাই ।