আমিও একজন মানুষ,
স্বাদ আহলাদ স্বপ্ন বাসনা সবইতো আমার রয়েছে ।
রয়েছে লোমশ পূর্ণ বিশাল বুক,
যেখানে একজন ললনা,নুপুর পায়ে অঙ্গ দোলে,
নীলাভ পাতলা শাড়ি পরে,ধবধবে তলপেটের মেদ দেখিয়ে,
ঠূং ঠাং ছুড়ির শব্দে নাচতে পারে।


রয়েছে শক্তিমান ব্যায়াম করা ডাম্বেল বাহু,
রংটা একটু মন্দ হলেও,মুখের গঠন মায়াবী গোলাকার ।
চোখের নিচে বা গলায় এখনও ভাজ পরেনি ।
মাথায় একঝাক বাবরী কাটা চুল ,মনের অজান্তে থাকতে
পারে কিছু খুঁত ,কিছু ভুলভাল অসুন্দর,
থাক না ওসব,নাইবা দেখলো কোন প্রেয়সী ।
দামী ব্রেন্ডের সুরভী হয়তো গায়ে মাখা নেই,
তবু সুগন্ধ সাবান গতরে মাখি ।


কতটা বসন্ত গত হল,অদৃশ্য কোন ললনার কথা ভেবে ভেবে ।
উত্তাল দেহের সু-গভীরে লুকিয়ে থাকা যৌবন নামের
চঞ্চল পাখিটি, সঙ্গহীন বেদনায় অনাহুত যন্ত্রনায়,
রস নিঃস্মরন করে ক্লান্তি হয়ে নুয়ে পড়ে ।
চোখ খুলে তাকালে চলার পথে অসংখ্য ললনা
গতরে ঘর্ষন হয় ।সেখানেও প্রেমে ভরা উত্তাল প্রিয়তমা খুজে পাইনা ।
তাহলে আমার প্রেম কই ? কেনই বা কোন দিন,
কোন রজকিনি এসে জিজ্ঞেস করলোনা,
বর্শিতে কি মাছ লাগে !