আজকের উদিত সুর্যের আলো
গাছে গাছে যেন লাল নীল সবুজের কেতনী ।
পাখিদের কোলাহলের অন্তরালে,
নিশ্চয় আজ বসন্ত ।
রোদেলা সকালে বাতাসে সুবাশের ঢেউ,
গত হয়ে যাওয়া আলো আঁধারের প্রণয় প্রয়ানে---
হা- হা- মনে পড়ছে—
তোমার খোঁপায় গোলাপ গুজে দিয়েছিলাম ।
আজ মনে হচ্ছে--ঐ গোলাপ নষ্ট ফুলের পরাগমাখা,
তাইতো কতটা বসন্ত আমার নষ্ট হল।
তবু বেঁচে আছি, আজি এ বসন্তে তাই স্মরণে এলো
ধুপ ছায়ার আলো আঁধারিতে,
দৃষ্টি আজ অনেক দুর নীলিমায়,সেই চেনা মুখটি খুজছে ।
আজি এ বসন্তে অফুরান ভালবাসায় ভরে দিতে ।
না- না -না ---ধুর কি আজব ভাবনা আমার !
এ বৃক্ষের নীড়ে তুমি আসিবেনা আর ফিরে,
বসন্ত এলে তা ভুলে যাই।
নাই-বা এলে তুমি –তবু ফুল ফুটুক আর
নাই-বা ফুটুক,
বস্ন্ত আসুক বাংলার ঘরে বসন্তের সাজে ।