বিশ্ব সভ্যতা বিশ্ব মানবতা
একই আইনে,
একটি শুধু মরণ ভয়ে,
লক ডাউনে সবায়,
কি সুন্দর তাই না ?


এখন আত্বীয় নহে আত্বীয়
প্রাণাতংকে,
আপন বাঁচলে বাবার নাম,
আজ কেহ কাহারো নয়,
কি সুন্দর তাই না ?


সংক্রামক করোনা বহন করে
আপন ভুলে,
যখন জানে সমাজ নাহি মানে
যেতে হয় হোম কোরান্টাইনে,
কি সুন্দর তাই না ?


প্রাণাঘাত করে যখন করোনা
দুরে সবায়,
আসেনা পাশে লাশ সৎকারে,
হাইরে প্রিয় কেহ কাহারো নয়,
কি সুন্দর তাই না ?


মৃত্যু জনের পরিচয় লুকায়
আপনা বাঁচাতে
সমাজের আইনে রাখবে একঘরে,
কি করে জানাযায় যাই!
কি সুন্দর তাই না ?