শুন মানব,একটু দাঁড়াও,
আমার অগোছালো কিছু কথন
শুনিবার তরে ।


বিশুদ্ধ সমর্থন দিয়েছো যারে
তিনি বসে আছে ক্ষমতার শিখরে,
প্রতিক্ষণ কূল খায় লবণ রেখে
তোমাদের শীরের উপরে ।


সভ্যতা আর মানবতা নিয়ে
তিনি নীরবে খেলা করে,
ওহে মুর্খ,সমব্যথি সঙ্গ করে
নীরবে যাচ্ছো সহ্য করে ।


প্রতিপদে লাঞ্চিত মানব
ক্ষমতার অপব্যবহারে,
দরদী কন্ঠে গলা ফাটিয়ে
গনতন্ত্রের বুলি ছাড়ে ।


জীবন চলার প্রতিক্ষণে
সমস্ত অর্থ শুন্য করে,
আমরা হালায় আজন্ম কাঙ্গাল
মোদের নিয়ে খেলা করে ।


পূর্বে জন্মে কোন পাপে জানি
জন্মেছি এ বঙ্গের তরে,
কর্তা মহোদয় সাধু সেজে এসে
আমাদের সাথে দাদাগিরি করে ।