দেখিলে না----
হৃদয়ের ধবল স্বচ্ছ আলো,
গভীর হৃদয়ের বিরহের সুর,
অভিমান ভরা মমত্বায়ন,
ফুলে সাজানো অন্তরা জগৎ,
তুমিহীন অস্থির প্রহর,
দীর্ঘশ্বাসে হাইড্রোজেন  শুণ্য ,
তোমার জন্য গালিচা বিছানো সুডঙ্গ,
হৃদয়ে বিনোদনের  সবুজ বন
তোমার নামে কবিতার শব্দ জগৎ ,
হৃদয়ে বিনোদনের সুহৃদ উপত্যকা  ।


দেখিলে শুধু—----------
নিন্দুকের কথন,
আমার উদারতার নিম্ম দিক,
অনাকাংঙ্খিত হিমাদ্রির জলীয় বাস্প,
অভিমান ভরা তর্ক,
স্বপ্ন চারিতায় দোদুল্য মন ,
কল্পনায় অভিলাষের আভাস,
উদ্দেশ্যহীন অনন্ত যাত্রা,
অসীমের নিঃস্ফল গর্জন,
মায়াহীন শিশিরের জলকনা,
জল ও কাদার ক্ষণ আস্তরন ।


এমন দৃষ্টি ভংগীর কারণে,
দু জনের মধ্য খানে,
বিষাদময় কষ্ট মনে,
দু পথে আজ দু জনে ।