অসহ্য বেদনায়
আর্তচিৎকার আর কান্নায়,
দম বন্ধ চাপে,জরায়ু ভেদ করে
আমায় জন্ম কেন দিলি ভবে ?


শ্যামল মুখী বিদীর্ণ দেহী মা
ভেন্নাপাতার বিধ্বস্থ ছাউনিতে,
আলোকিত পর্ণ কুটিরে
আমায় কান্নায় ও হাসলি না তবে ।


আমিতো ছিলেম
নাড়ি ছেড়া ধন,
আমার আকুতি আমার কান্নায়
অস্থির তুই, কেমনে কান্না বন্ধ হবে ।


তুই বড় স্বার্থবাদী মা
শতেক কষ্ট আমায় বুঝতে দিলি না
প্রাণবন্ত বদন হাসিতে ললাট
লুকিয়ে রেখেছি সবেই ।


খেয়ে না খেয়ে শুকনো বদনে
আমার হামাগুড়ি দুষ্টামী,
স্বার্থবাদী হয়ে গ্রহন করলি শুধু
জানি না তোর হাসি দেখেছে কি রবে !