কাঁদ বাঙ্গালী কাঁদ
খুটিহীন আসমান যিনি করেছেন সৃষ্টি
ঘুর্ণায়ন পৃথিবী,যার ঈশারায় পড়ে বৃষ্টি
উত্তাল ঢেউ কোমল বাতাস উদিত সুর্য্য
যার স্রষ্টা পূর্ণিমার চাঁদ,
কাঁদ বাঙ্গালী কাঁদ।


অজস্র নয়নে কাঁদ
নীশি রজনীতে দু হাত তুলিয়া
নিত্য কলোবে তাঁর জিকির করিয়া
বিশ্ব অধিশ্বর আজ বড়ই বেজার
করোনা দিয়েছে ফাঁদ,
কাঁদ মুমিন কাঁদ।


নির্ঝরী নয়নে কাঁদ
বড় দুঃসময় চলছে বিশ্বে আজ
অধিশ্বর আজ অগ্নিমুর্তির সাজ
স্রষ্টা ছেড়ে সৃষ্টির পূজা করো বলে
করোনা নামক আষাঢ়ী বজ্রনাদ,
তাই তোরা তাহাজ্জুদে কাঁদ।