দেখেছো বাংগালী
লুকিয়ে থাকা
বাংলা মায়ের রূপ,
আপন হাতে বিধাতা
করেছেন সৃষ্টি,
জল প্রোপাতের কুপ ।


বাংলা মায়ের অংগে ভরা
শতেক তুলির আঁচড়ে
চিত্র শিল্পীর আঁকা ছবি,
হিমেল বাতাসে
থিনকো পাথরে দাড়িয়ে
দেখো বিকালের রবি ।


নাইগ্রার জল প্রোপাত
বাই কেয়ারের লেইন
মিশানো রঙের মেলা,
এমন দেশের শোভা
পৃথিবীতে কোথাও নেই
দেখে হই আত্মভোলা ।