এমন
রসায়নের ধরাদমে,
পদার্থের সুত্র সমে,
গানিতিক ভৌতিক ভালবাসার দমে,
ভাঙ্গাগড়ার খেলা চলে আজকের প্রেমে ,
তেজস্ক্রিয়ার নির্লিপ্ত অভিসারে,ভ্রান্ত পথে ভ্রমে ।


হয়
হঠাৎ প্রণয়,
দ্রুত মন জয়,
অতিউচ্ছাসে দুজন দুজনা হারায়,
খরস্রোতা নদীর মতো বহে যায়,
অধরা স্পর্শন প্রেমোসুধা বর্ষন বেদনা হারায় ।


না
হতাশা শরগোলে
নেই বিরহ অর্গলে,
নব প্রণয় অপেক্ষার বগলে,
আসে প্রেম শত বানের জলে
নহে বেদনা নহে আরাধনা এধরনীর কুলে ।