বর্ষা এসেছে ফুটেছে মালতি
প্রস্পুটিত বকুল তাকিয়ে গগনে,
দিশেহারা মন হীরামন পাখি
অপেক্ষায় শুধু তোমার পথ পানে ।


অলকা পারুল ঝুমকো জবা
সুবাশ ছড়িয়েছে আপন মনে,
আলতায় রাঙিয়ে পা ,এসো প্রিয়তম
নব সুখে নব ঘর রচি দুজনে ।


শিষ ছাড়া পল্লব উঁকি দিয়ে দাড়িয়ে
যেতে চায় ও খোপার মধ্যখানে,
তুমিহীনা বৃথা এ পুস্প মিছিল
অংকুরেই বিনষ্ট সাজানো বাগানে ।


বড় স্বাদ জাগে করে তোমায় বধু
ঘোমটা মাথায় আনি এ ক্ষনে,
এসো গো প্রিয়া এ ফুল শয্যায়
উত্তাল বক্ষে আনন্দ আলিঙ্গনে ।