নিত্য নতুন ছন্দে,আমাকে ভালবাসার অনুভূতি,
যখন জানাও,
তখন আরও ভালবাসতে ইচ্ছে করে,
ইচ্ছে করে এ অনুভূতির,আরো নতুন শব্দ শুনতে ।
আমাকে ভালবাসার শব্দ যেন কখন ও শেষ না হয় ,
তোমাকে অধিক ভালবাসার, মন বল যেন হারিয়ে না ফেলি ।


কিন্তু


ঘুর্নিঝড়ের মতো অকারনে
তোমার মস্থিস্কে যখন বিকৃতি ঘটে,
ও মুখে যতোসব অগোছালো কথা শুনাও ।
তখন হারিয়ে যায়,মনোসংগীতের মুর্চনা ।
পৃথিবীর সব আলো নিবে একাকিত্ব লাগে ।
যেন পদ্মা শুকিয়ে গেছে,সৌন্দর্য্য হারিয়েছে রুপালী ইঁলিশ ।
সুদূর নীলিমার সানিধ্য হারাই ।
খা খা পুস্প উদ্যান ,তারাহীন রাতের আকাশ,
থেমে যায় নদীর কল্লোল,বেদনার ইন্দ্রজালের হাতছানি,
নীরবে ঝরো ঝরো গাঢ় অশ্রুপাত ।
এটাই কি ছিল মনোবাক্যে কামনা ?