চোখের দর্শনের কারনে
মনের ফিসফিসানী
ধৈর্য্য নামক প্রহরী
সবই গতিপথ পরিবর্তন করে নিমিষেই ।


কি তার শরীরতন্ত্র
বুঝেনা মনোতন্ত্র,
উত্তাল ঢেউ চলমান রক্তে
সদাই যন্ত্রনা অনাত্মীয় তবু আত্মীয় সেই ।


আমি কার
কে আমার
আপন সত্ত্বা যায় হারিয়ে,
দিবানীশি স্বপনে নয়নমনে ভাসমান শুধু সেই ।


নয়ন হয় দুরবীন
জীবন হয় গতিহীন
মন শুধু আকাশে উড়ে,
সঙ্গহীন দেহ সঙ্গী খুজে শুধুই তারেই ।