অসুন্দর আধিপত্যবাদ
প্রতিক্ষন মানবতার লংঘন,
অবিশ্বাস আর অবহেলা
প্রতি সেকেন্ডে চলছে এ সমাজে,
এটাই যেন নিয়তি ।


যেদিকে যাই যেখানে তাকাই
পশুত্বের আচরন, লালসায়
ছলনাময় দৃষ্টি মোকাবেলা করছে
আইনমানা নিরহ জনতা ।


দুর্বিষহ দুষণ বাতাসে
নীলিমা আকাশ নীল হারিয়েছে,
জানিনা মহাজগতের স্রষ্টা কি করেন ,
আইন নামক বে আইন
নীরহজনতার কাঁধের জোয়াল ।
মৃত্যু অবধি টেনে যায় এ ঘানি,
আর চাষ হচ্ছে প্রতিনিয়তই
আগাছায় ভরা জমি ।


জগৎটাই যেন জেলখানা
মৃত্যুর খড়ক নিয়ে,
বন্দীত্বের কার্ণিশে নর্দমায় ভরা,
জীবন বাঁকে চলছে বিধিবামের জনতা,
ভঙ্গুর সমাজে বেদনার সিঁড়ি বেয়ে,
নোংরা জলে ভাসমান হয়ে
ভেসে যাই শেষ যবনিকায় ।