যৌবন যার সবই সুন্দর তার
কাকও হয় সুন্দরী,
দেখিও শ্রাবনে থৈ থৈ প্লাবনে
নদীও হয় কুমারী ।
যৌবন গততে যদি পরে ভাটা
রূপের চমক মলিন,
কিসের বড়াই কর কেন দম্ভ
লাগিয়ে সজ্জা সীমাহীন


মুর্খ যদি হয়ে যায় ক্ষমতাবান
তার কথাও বাণী,
অর্থ বিত্ত  যদি থাকে শক্তি
মুর্খও হয় জ্ঞানী ।
এরাই হলো সমাজপতি অনলবর্শী বক্তা
দখল করেছে আসন,
জ্ঞানীরা সব দলে দলে পালায়
শুনে তাদের ভাষন ।