শীতের ভোরে আযানের ধ্বনী
উঠিল জননী আমায় ছেড়ে,
হারিয়ে উষ্ণতা শীতের তীব্রতা
আমায় যেন ঝাপটে ধরে ।


নীদ ভেঙ্গে খুলে আঁখি
দেখিলাম জননী দু'হাত তুলে,
কাঁদিছে মা অঝোর নয়নে
আমার কথা বেমালুম ভুলে ।


বিছানা ছেড়ে দাড়ালাম পাশে
কহিলাম জননী কাঁদিছো কেন?
জননী সুধায় স্রষ্টারে জানাই
আমার বাচা ভাল থাকে যেন ।