নিরলা নিভৃতে
নীরব রজনীতে
চেতনা নিবারনে
বিষন্ন বিরহে ছিল
কত যে আকুলতা


সুখের ঘুমের ভানে
অবহেলার সনে
নিঠুর বরনে
বিরক্তির ঝংকারে
হারিয়েছে মমতা ।


বিবশিত বিগ্রহে
হৃদয় দগ্ধায়নে
আপন বাঁচাতে
নতুনের সন্ধানে
আমার ব্যকুলতা।


আজ কেন হতাশা
কু-জন কুহরে কাটে
শুনবো কেন
তোমার পিছু ডাক
চাও কেন মমতা ?