আমি বড্ড অগ্নিঝরা মাতাল,তবে আমীত্ব ঠিক রেখে বুঝলি ?
ভাবীসনা কোনদিন তোর দরজায় কড়া নাড়বো !
মিনতি করে বলবো আমি আর পারছি না,আয় নতুন করে নব সজ্জায়
শিহরনের ঢেউয়ে বুক ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলি,
আর বলি –দেনারে সীমানার সর্বশেষ স্বাধটুকু ।
না না না ,তোর কাছে আমার আর চাওয়ার কিছু নেই ,
আর যদি চাইতে হয় ,তোর কাছে কেন ?


কারণ তোকে ভালোবাসতে ভালোবাসতে আমার অর্জন বর্জন ক্ষুদ্রাতিক্ষুদ্র অণু পরমাণু
হৃদয়ের শেষ সীমানায়,প্লাজমা বলয়ের শেষ রশ্মিটুকু পর্য্যন্ত তোর মনের আচ্ছাদন লেগে আছে ।
এরপরও কি মাপতে পারিস আমার ভালোবাসার গভীরতা ?
হৃদ পিন্ডের যকৃত মস্তিস্ক প্রতি ধমনীতে তোর নাম বলে ।
আমি কেন নতুন করে বলতে যাবো তোকে ভালোবাসি ?
আমার কি আর কোন কাজ নেই ?


তুই জানিস আমি কবিতা  পড়ি না,কবির ভাষায় তোকে ভালোবাসি কথাটা বলার জন্য
কত কবির কত কবিতাই না পড়েছি ।সে একমাত্র স্রষ্টা মালুম ।
এসব পড়েই তো  তোকে আমি বলেছিলাম তুই ধ্বমনী আমি স্পন্দন ।
এর উপরে আর কোন কথা আছে বল আমারে ।


হৃদয়ের গভীরে অন্যের জায়গা যেহেতু নেই,তোকে ভালোবাসি সেটা বুঝানোর ভাষাও আমার নেই ।
কোন দুঃখে তোর দরজায় কড়া নাড়বো ? বল আমারে ?


যখন বন্ধন অস্বীকার করলি মহামারী করোনা ছাড়াও শ্বাস কষ্টের যন্ত্রনাটা বেড়ে গেল ।
অনুবিক্ষণিক অস্পর্শ অদৃশ্য হৃদয়ের অতলের  কোষগুলো বড় হতবাক,যারা দিবানীশি জপিত তোরই নাম
তারা আজ হতবিহ্বল ।তুই ছাড়া শ্বাস কষ্টের যন্ত্রনায় জীবমৃত্যুর অসমীকরণে
তারা আমায় বলছে, আহত জীবন নিয়ে বাঁচা যায়,আহত হৃদয় নিয়েও হয়তো বাঁচা যায়,কিন্ত আহত আত্মা নিয়ে কখনও বাঁচা যায়না ।তাই নীরবতাই একমাত্র পথ ।
তবু কেন তোর কাছে ভালোবাসার হাত পাতবো ? কেন কেন কেন ?


নুড়ি পাথরে হাটু জলে দাঁড়িয়ে,অস্থীর প্রহরে একাকী দীর্ঘশ্বাসে সুডঙ্গ স্রোতধারা উপভোগ করছি,
আর ভাবছি জল বা খাল ,খাল বা জল,কেউ কাউকে অস্বীকার করছে কিনা ।
জানি স আজ আমি বড্ড সুখী,একাকীত্বের সুখ যাকে বলে আর কি ?


স্বপ্ন চারিতার অভিসারে শয়নে নীশিতে প্রত্যুষে ,দেখভালো জিজ্ঞেস করার ক্ষনটুকু যখন আসে,
তখন তোকে বড্ড মিছ করি ।
তবু কেন বলতে যাবো তোকে আমি ?


শ্বাস প্রশ্বাসের যবনিকায় শব্দহীন ক্রন্দনে, ঢেউ তোলা দোদুল্য দহনে,
অনিশ্চিত স্পন্দন থেমে যাক,তবু তোর দরজার কড়া নাড়ার অবিলাস আমার নেই ।
কারণ সব আবেগ প্রেমান্দন ভাষা সবই যেন সেকালের হয়ে গেছে ।
নতুন করে কবিতা পড়ে, নতুন কোন প্রেমো সন্মোধনের ভাষা খুজে পাবো
সেটা বড়ই দুরাশা ।
সকল কথার মুল কথা ,তোকে আমি ভালোবাসি ,সে আবার নতুন করে কি বলবো ?
পুরান গান নতুন করে গেয়ে কেন তোর দরজার কড়া নাড়বো ?
তুই থাক তোর দম্ভো নিয়ে ,আমি আছি অস্তিমিত সুয্যের দিকে তাকিয়ে,
কখন লালচে মিষ্টি আলোর যবনিকা ঘটবে,----ভাল থাকিস ।