ফাগুনি বারতায় জানালো আমায়
মনো বাগানের অংকুরিত কলিরা ,
অকারণে সব ঝরে ঝরে যায় ।
বসন্তের বার্তায় কোকিলের কষ্ট
শ্যামার ঘরটা ভেংগেছে ঝড়ে,
অসময়ে  কালবৈশাখী বয়ে যায় ।


আম্র কাননে উত্তাল তুফান
কৃষ্ণ চুড়ায় কে দিল আগুন,
পিত্যেশ দুর্বিতালে বিকষিত কালিমায় ।
কাক শুনায় অলুক্ষনে ধ্বনী
ললাটে কেন বিষন্ন প্রহর ,
উত্তাল শালিক চুলোচুলি করে যায় ।


বসন্তের বাদ্য হারালো কোথাই
নষ্ট হল পিরিতির মালা
কোন কারণে রৌরব মনের ধরায় ।
রাঙা মনে অসুর যেন
আপন ইচ্ছায় করেছে ভাংচুর
অশ্রুমাখা হতবাক নয়নে দেখিতেছি তাই ।


শালিকের নীড়ে কোকিলের ভ্রুন
থেমে গেছে মক্ষীদের গুনগুন,
অন্তর আমার বিষাদে ছেয়ে যায় ।
আমিতো করিনী এমন কিছু
চৌচির কেন করে দিলে স্বপ্ন,
বিষন্ন মন অঝোর নয়নে কেঁদে যায় ।