কত সকাল কত বিকাল
কত সন্ধ্যা স্বপ্ন মরিচিকার মতো,
জীবন থেকে গত হলো
বুঝতেই পারিনী ।


প্রতিক্ষণ তোমার চৌদিকে
ছায়ার মতো ঘুরঘুর করেছি,
পাইনি তোমার মুখ বাণী,
পেলাম তোমার সুবাশমাখা
মনোহরি সুগন্ধ ।


একটু যদি বলতে
তুমি আসলে কি ভালবাসো !
          আচ্ছা---
তুমি কি পুর্ণিমার চাঁদ ভালবাসো ?
তাহলে আমি চাঁদ হতাম ।
তুমি কি ঝর্ণা ভালবাসো ?
তাহলে পাহাড়ি ঝর্ণাধারা হতাম ।
তুমি কি বাসন্তি ফুল ভালবাসো ?
তাহলে বাসন্তি শাড়ি হতাম ।
তুমি উত্তাল ঢেউ ভালবাসো ?
তাহলে তরঙ্গমাখা ঢেউ হতাম ।
তুমি কি পাখির মিষ্টি রাও ভালবাসো ?
তাহলে কোকিল হতাম ।


বলবে কি ?------


তোমার ভালবাসা পেতে আমি কি হবো ?
জীবনের বাকি ক্ষণ করিতাম সাধনা,
হয়ে যেতো তোমার আরাধনা,
ছুয়ে যেতো হৃদয় আমার
তোমায় পাওয়ার বাসনা ।