কু চিন্তা আর কু রুচি
বাংলার দামাল ছেলেরা
স্বযত্নে করিতেছে লালন ।
ইহুদি বেদ্বীন আর নচেরা
যতনে রতন এনেছে
হয়ে তারা বাহন ।


প্রেম আর মমত্বায়ন
সবই আজ রসাতলে
কপোত আর কপোতের প্রণয়ে,
অনিহা কপোতির প্রেমে
কপোত কপোতের জ্যামে
চির বিলুপ্তি হবে বিয়ে ।


কবির লিখনী বৃথা
প্রেমের হবেনা কবিতা
জম্মে বাঁধা যত আদম,
অপ্রয়োজন হবে সংসার
কপোতির নেই দরকার
এ এক প্রেম নামের জম ।


চেয়ে গেছে সমাজে
বে লাজে ভাইরাসে
থাকতে সময় করো দমন ।


এহেন কুরুচি কর্ম
নেই তাদের কোন ধর্ম
শুধাও তাদের ধর্মের বাণী,
বুঝাইয়া কমাও বিষ
নবী করিবেন না সুপারিশ
আসিবে মরণে বিচারের শনি ।