মানবতার বজ্রকন্ঠ
অমানবিকতার আওয়াজ নিমজ্জিত প্রায়
কর্তাদের মুখে মানবিকতার বুলি শুনলে
গা গতর জ্বলে উঠে এক সাথে,
মিথ্যার বুলিভরা চ্যানেল গুলো
মিথ্যুকের আসন বসিয়ে
অনাহত বগর বগর অস্থির লাগে,
অমানবিকতার নিক্ষেপিত মানুষ নামের জন্তু গুলো
দুঃসন্তাপে কান্না করে।
অভিন্ন দিবস, ক্লান্তি মাখা অস্থির চাহনী
বিভৎস স্বপ্ন দেখছে,
শাশ্বত হারাচ্ছে প্রতিনিয়তই।


ভাবলাম অনেক,
কি ভাবে মানুষের দৃষ্টি আর্কষণ করা যায়,
মানবিকতার সুর তুলে,
ডিজিটাল বাংলার বাঁশিওয়ালা হয়ে,
হেঁটে চললাম শহরে,নগরে, বন্দরে
আমার সুর তাদের কর্ণে বড্ড বেসুর লাগছে,
কান খাড়া করে আপন পথে চলছে সবাই।
আমি থামবো না, বাজিয়ে যাবো,
যতক্ষন না মানুষ থমকে দাড়াবে না।
মানুষের অমানবিকতার মাতলামি
আমায় ক্রশবিদ্ধ করছে তবুও---


অমানবিকতার বাস্তবতার আলিঙ্গন
আমি দুমড়িয়ে মূচড়িয়ে একাকার করে দেবো,
দূর করে দেবো গন্ধময় বিচ্ছিরি দীর্ঘশ্বাস।