আমি এক ভিখারী
ছিন্ন বসনে মলিন বদনে
পাড়া মহল্লায় ঘুরিতেছি দ্বারে
এক মুঠো অন্নের জন্য নহে ।


নেই ভিক্ষের থলে
নেই অর্থ রাখার পকেট
চাই মানবতা মমত্বায়ন
নিন্দুজন কত কথা কহে ।


কেউ খায় অন্ন বিরানী
কারো গায়ে দামী বসন
কাঁদছে কেউ ক্ষুদার জ্বালায়
এ কষ্ট প্রাণে নাহি সহে।


মানবাধিকার মানবতা
কেন আজ হওয়ায় উড়ে,
ভিরু পায়ে ক্ষুদার্তরা
দু মুঠো অন্নের কথা কহে ।