বিকালে কোমল রৌদ্রে,
স্নিগ্ধ আলোয় অনন্য রূপে,
জননী দেখে আমি তটনী
হারাই যেন আমার চিরচেনা তট ।


সপ্ত রঙের বসনে আহ্লাদি আম্বরী
আমায় ডাকছে মায়ার সুরে,
নাচেরে মন আমার উদাম তনু,
বেহুদা বাতায়ন পলকহীন নয়নে ।


শুধূ তাকিয়ে রই ।
হে স্রষ্টা ----
আমি ধন্য আমি গৌরবান্বিত,
বাংলা মায়ের বুকে আমার,
জন্ম দিয়েছো বলে ।