আমি লিখি
নদীর মতো প্রবাহমান আমার লিখনী ।
যতক্ষন মস্থিস্ক আমার আছে ,
হাত আমার নিয়ন্ত্রনে থাকবে,
ততোক্ষন আমি লিখে যাবো,
অনিন্দ্য সুন্দর,সত্য সম্ভার,
অসত্য ও অসুন্দরের প্রতিবাদ,
আপন শক্তি বলয়ে—
মাটি থেকে নক্ষত্র পর্যন্ত,
আমি বিশুদ্ধতার কবজ দিয়ে যেতে চাই ।
প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এ বার্তা পৌছে দাও ।


আমি প্রেমিক, নিরবধি ভালবেসে যেতে চাই ,
আমি ভালবাসি নিলাভ আকাশ,
ভালবাসি উত্তাল ঢেউ,ভালবাসি সমুদ্রের দামাল হাওয়া,
জাগ্রত বিবেক নিয়ে,বিশ্ব জগতের বিশ্ব প্রেমিক হতে চাই ।
চায়ের চুমুকে সত্যবাদীদের আলোচনার
বিষয় বস্তু হতে চাই ।


অশান্তি অবিশ্বাস হিংসা আর প্রবঞ্চনার
উপরে মৃত্যুহীন দাড়িয়ে থাকতে চাই,
জাগ্রত এ বিবেক নিয়ে ।
কারণ-----
সত্য .সুন্দর ,প্রেমের উপাসনা,
স্রষ্টা পাওয়ার পুর্ব শর্ত ।