অগ্নি হলো প্রজ্বলিত
যার ধর্ম জ্বালায় শুধু,
হৃদয়ান্তর ভস্মিভুত করে ।


সেটা দৃশ্যমান বটে
অনুভব ও করা যায়,
সে আগুন কে দেখিতে পারে !


জ্বালালে মনের আগুন
ঘুষে ঘুষে জ্বলতে থাকে
ভুক্তভোগি আত্মদহনে মরে ।


সে আগুনে শিখা নেই
অগ্নী দহন তাপ নেই
নিরবধি জ্বলিতেছে অন্তরে ।


যিনি জ্বালায় সে আগুন
বুঝেনা সে কি দহন
ব্যথিত বেদন বুঝিতে পারে ।


কি যাতনা কি কষ্ট
বুঝেনা সে পথ ভ্রষ্ট
জ্বালিয়ে বেড়ায় মন থেকে মনান্তরে ।