মশা হল মাছির বন্ধু
দুজনাতে বড় ভাব,
মাছি খায় বাসী খাবার
মানুষ মশার ডাব ।


সুঁচ সুড দেয় ঢুকিয়ে
রক্ত খায় চুষে,
মাছি থাকে সারাক্ষণ
বাসী খাবারে বসে ।


মাছি বলে মশারে
বাসী খাবার তিতা
মশায় কয় বিপদ নেই
মানুষ তোর মিতা ।


আমিও খাই তেতো রক্ত
খেতে যখন বসি,
সুযোগ বুঝে মানুষ তখন
মারে থাপ্পর কষি ।