চার বেহারার পালকি চড়ে
বধু যায়রে দোলে,
পালকি ধরে দুলহান হাঁটে
হেসে ঘোমটা খুলে ।


দুলহান বলে কেমন লাগছে
কড়া এই রোদে,
বধূ বলে আর কতক্ষন
দোলতে হবে কাঁধে


কিযে বলো পাগল বধু
সবুর করো তবে,
এইতো কাছে চলে এলাম
তোমার অপেক্ষায় সবে ।


বধূ সাজতে কেঁদেছিলে
হেসেছিল সবে,
তোমার হাসি আমার কান্না
শুরু হল তবে ।