নতুন অবয়বে দেখিলাম তোমায়
মূনিয়া পাখির মত,
দেখিনি পুর্বে এমন কোনদিন
যে জীবন করেছি গত ।


রং বদলায় মূনিয়া পাখি
ধরণ রেখে ঠিক,
রং ধরণ বিকষিত আজ
করিতেছে চিক চিক ।


ভাবনা আমার এলোমেলো
দেখে তোমার বদন,
নব রূপে অম্বরী যেন
প্রতিটি সময় অমাবশ্যার বরণ ।


সত্যি তুমি অসাধরণ
রঙের মনূয়া পাখি,
জলধারে সুখের নাও
তোমার অপেক্ষায় নাকি ।


নেশাখোর আজ মনের ঢেউ
আপন চেনা বড় দায়,
সরলা মনে সূচের ফোঁড়নে
আছি নিত্য যন্ত্রনায় ।


তবু সয়ে যাই আপন বেদনায়
অসংযত কথন কাহারে শুধাই,
ইচ্ছে করে আপন মতিভ্রম
ঝাটা দিয়ে পিটাই ।