নীলাভ আকাশ সৌরভ প্রকৃতি
বাবুই পাখির আশ্রুত চঞ্চলতা
ভাটিয়ালী গান চাষার মুখের বুলি
সবই আছে চলমান,
নেই শুধু তুমি ।


হিমেল বাতাস সরষে গালিচা
ইট  পাথরের দন্ডায়ন দালান
বট-অশ্বথ পত্র ফোকরে পক্ষির গুঞ্জন
সবই চিরায়িত বিদ্যমান
নেই শুধু তুমি ।


স্বেদশ্মশ্রু শরীরে অবাক বিষ্ময়ে
গত হয় বসন্ত শালিক সুনিপনে
শুকনো ওষ্ঠধর পানিহীন জিহ্বা
অঝোর নয়নে বারী
নেই শুধু তুমি ।


অসহনীয় নীরব যন্ত্রনা আর সহেনা
চলে যাবো একাকিত্ব দীর্ঘ নীদে
নাইবা ভাংগলো নীদের স্রোত
বিদীর্ণ দেহ ধুলায় মিশে যাক
নাইবা এলে তুমি ।