দীনহীন কৃষক সবুজ মিয়ার
ষোডশী মেধাবী তনয়া,
কোমল সুন্দরী দীর্ঘাঙ্গী মুখশ্রী,
কাজল কালো ভ্রুর শ্রী,
ঢেই এ ভরা রেশমী চুল
নাম ছিল তার শোভা ।


নিত্য অভাব সংসারে
তবু স্বপ্ন প্রাণ ভরে
সেবক হয়ে সেবা দেবে
কাটাবে জীবন মানবের তরে,
রূপ হলো তার শুধু কাল
প্রতিক্ষণ মোকাবেলা লোলুপের থাবা ।


সমাজপতির কু সস্তান
বিশ্রী লোলুপ সটান
করিলো শোভা প্রত্যাখান
নীশিতে এসিডের বৃষ্টিরবান,
বীরদর্পে বিশ্রী হাসিতে
ভালোবাসা কি দেবা ?


নিমিষেই হলো সব ছারখার
মানব সেবার স্বপ্ন চুরমার
অশ্রুভরা নয়নে শুণ্যতা হাহাকার
ব্যর্থ সব দেন দরবার
কাঁদছে নীরবে বিচারের বাণী
নিত্য ক্ষমতার থাবা ।