ঐ যে শুনো আমার গাঁয়ে
আমার বাড়ির ধারে,
সাম্পান বৈঠা সুর তোলে
মাঝি গান ধরে ।


অঙ্গ দোলে বৈঠা নাড়ে
জলে তরঙ্গের খেলা ,
নদীর ধারে চলছে আরও
রং বৈশাখের মেলা ।


চিক চিক করা পানির ঢেউ
উতাল পাতাল দু কূল,
পড়শী বধু নাইতে এলো
মাথায় খোঁপায় ফুল ।