ওগো
স্বাদ জাগে,
সুর্য উঠার আগে,
ফুলের মালা গেঁথে অনুরাগে,
দিতেম রেশমী কোমল চুলের অগ্রভাগে,
দেখিতাম নয়নে নিরালা বাগানে মনুষ্যহীন সুযোগে ।


এসো
শান্ত সকালে,
পাখির মিষ্টি কল্লোলে,
বকুল মালা দিতেম গলে,
আলতা রাঙা পায়ে দুর্বাঘাস পদতলে,
কহিতাম মনের কথা কাননের শান্ত নিরালে ।


তুমি
আমার আরাধনা,
বিরহে বিহনে সাধনা,
নিঃসঙ্গতা বিবর্ণতা ছুটুক অজানা,
আলতা পায়ে ধন্য হউক আঙ্গিনা ,
দক্ষিনা বাতাসে ওড়ে যাক সুরের মুর্ছনা ।