তুমি এসেছো জীবনে বারংবার
ওগো বৈশাখ প্রতি বছর একবার
একান্ত অনিচ্ছায় হাসি রেখে মুখে
তোমাকে করি মোরা বরণ ।


বৃক্ষ রাশি সবুজ বন
উল্লাসে মেতে প্রকৃতির লিলা,
বরমাল্য বাংলা বাগান সাজিয়ে,
তবু ও তোমায় রাখি না স্মরণ ।


আমি নামের বাঙ্গালী বটে
পশ্চিমা অপসংস্কৃতিতে গা বাসিয়ে,
হারিয়েছি আমার বাঙ্গালীয়ানা,
ছিন্নকরে তোমার মায়ার বাঁধন ।


তুমি বাংঙ্গালীর অহংকার
মর্যদাহীন থাকিতে দাঁত,
বে লজ্জার ম্যাকাপ মেশায়
অশ্লিলতায় তোমায় করি বরণ ।