কলি যুগের কলি রমনীর
আমি অধম স্বামী,
শয্যায় বিলাসীনি শ্বাশত প্রণয়ে
দেয়নি চরণে চুমি ।
দেখায় ভাব নামাজী গৃহিনী
স্রষ্টার নিদারুন ভক্ত,
বাদ রেখে স্বামী, স্রষ্টা হাসে
নরকই তার পাকাপোক্ত ।


ওহে নারী সাধনা তোমার
স্বামীকে করো তুষ্ট,
দু জাহানের সুখী সুখময় জীবন
স্বর্গ নামের কৃষ্ট ।
স্বামীর সুখে স্বর্গ তোমায়
দেবো আমি অন্তর্য্যামী,
একাল সেকাল তোমারই পরিচয়
পূজনীয় সেই স্বামী ।