স্বার্থের
কাছে ঐতিহ্য,
ব্যক্তিত্ব আর লাবণ্য,
আপন বংশ আপন অস্তিত্ব,
দেহমন আমীত্ব,করে আমি পণ্য,
অকাতরে বিলিয়ে দিতে করিনা তো কার্পণ্য ।


কারণে
রাখিনা স্মরণ,
করিলাম কি হরণ!
অসত্য অসুন্দর করিলাম বরণ,
লুটিয়ে নতশীঁর ধরি আরও চরণ,
যায় যাক মান,স্বার্থ বড়ো ধন ।


সব
মানষিক রুগী,
সদাই অস্তিরতায় ভুগী,
ভাবিনা মুসলিম কিনা যুগী,
হারাইয়া মারাই বাজাই শুধু ডুগডুগী,
ঐতিহ্য ধ্বংস করে ,দেহ খালী বগি ।