ছয় ঋতুর এক ঋতু
নাম হলো তার শীত,
ঘোর কুয়াশায় গাছালিরা
গেয়ে যায় গীত ।


ছোট্ট শিশু মায়ের বুকে
উষ্ণতা যায় খুজে,
চতুর বৃদ্ধ কাঁথার মাঝে
শীত কি জিনিষ বুঝে ।


কুসুম কুসুম কাঁথার মাঝে
আছে কত মমতা,
জড়িয়ে ধরে রাখে গতর
শ্রেষ্ট স্নেহদাতা ।


চায় না মন ছাড়তে কাঁথা
সুখের নীদ আসে,
আকাশ কুসুম স্বপ্ন দেখে
নিত্য সুখ ভাসে ।