শীত কালে ঠান্ডা লাগবে
এটাইতো চিরন্তন,
অতি শীতে পাতলা কাঁথা
অসহনীয় প্রতিক্ষন ।


কাঁথা যদি হয় মোটা
শীত যদি থাকে কম,
অনুভূতি হয় উত্তাপ
অস্বিস্থিকর যম ।


যেমন শীত তেমন কাঁথা
যদি হয় সমান,
স্বপ্নময় নীদ আসে
অতি ঘুমের ভান ।


ঠিক তেমনি নির্বাচনে
উভয় দলের সম্প্রাচার,
ভোটের মাঠে আসে আমেজ
খুশি প্রতি ভোটার ।


একজন থাকে প্রচার মাঠে
অন্যজন ভয়ে ঘাটে,
এমন তরো নির্বাচনে
গনতন্ত্রের প্রসার ঘটে ?