শয়নে সম্প্রীতি করি
নিদের সাথে,
কত আয়োজন তার জন্য---
আবছা আলো বা অন্ধকার,
সহনীয় হিমেল বাতাস,
মশক নিদন স্প্রে ,সুবাসিত সুগন্ধ,
তবু মান্যবরেষু নীদ, আসতে চায় না ।


ক্লান্ত দেহ এলিয়ে,রাজ্যের সব স্বপ্ন
মস্তিস্কের চৌধারে ঘুর ঘুর করতে থাকে,
যাদের জন্য আয়োজন নিঃসপ্রয়োজন ।
মিটিমিটি দীপ বর্তিকা দেয়ালের রঙের সাথে
মিশে একাকার ।


ভালই লাগে যতোসব কল্পনা,
মনের অজান্তে নীদ এসে নয়ন মুদিলেন,
প্রশস্ত হয় সরু রাস্তা,স্বপ্নের শিখরে যাওয়ার ।


ঊষার তীর্যক আলো যতোসব নষ্টের মুল,
বদনে টর্স লাইট মেরে,
স্বপ্ন ভেঙ্গে সব তছনছ করে দেয় ।
সন্ধিৎ ফিরে ভাবি—----------
ছিলেম কোথাই আছি কোথাই ?