আপন আত্মার না বলা কথা
স্বাধীন চেতনায় করিতে বিকশন,
খুজিতেছি সেই সৎ জন ।


ধরিয়া চরণ যুগল
কহিতাম অনর্গল,
শান্তি পেতো আপনমন ।


দহন দুঃখে তৃষিত মন
অনাচারের বেলা ভুমিতে
আছে মানব নেই সুধীজন ।


আপন আঁখের গোছাতে
শতেক ফুলের মালা করে
ধরিতেছে সবাই অন্যায়ের চরণ ।


অনির্বান পথ চলে
এসেছি পুজিতে
অন্যায় চরণে বিবেকের বারণ ।